ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

উইকেট দেখে বোলিং আক্রমণ সাজাবেন অধিনায়ক মুমিনুল

চট্টগ্রাম টেস্টে মাত্র এক পেসার নিয়ে খেলেছে বাংলাদেশ। আক্রমণে ছিল চার স্পিনার। ঢাকা টেস্টে কেমন আক্রমণ হবে? জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হকের কাছে।


দলপতি জানালেন, ম্যাচের সকালে উইকেট দেখে বোলিং আক্রমণ সাজাবেন তিনি। মুমিনুল বলেন, ‘এটা হয়তো কাল বুঝ­­তে পারব এখনও বোঝা যাচ্ছে না। এই প্রশ্নের উত্তরটা কালকে পাওয়া যাবে।’


এক পেসার খেলানো কারণে বেশ সমালোচিত হয়েছে টিম ম্যানেজমেন্ট। যদিও বলা হচ্ছিল, চট্টগ্রাম টেস্টের উইকেট দেখে চার স্পিনার নেওয়া হয়ছিল। কিন্তু মাঠের পারফরম্যান্স সেই চিত্র দিচ্ছে না মোটেও। স্পিনাররা সাফল্য পেলেও ব্যাটসম্যানরা ছিল দারুণ।


চার স্পিনার নেওয়ার আরেকটি কারণ অতিথি দলের স্পিন দূর্বলতা। ২০১৮ সালে দুই দলের মুখোমুখিতে বাংলাদেশের চার স্পিনার অতিথি দলের ৪০ উইকেট নিয়েছিল। ঢাকায় তেমন কিছু হতে পারে সেই ভাবনাও আছে দলের। তবে কন্ডিশন ও উইকেট দেখেন সিদ্ধান্ত নেবেন মুমিনুল।


তিনি বলেন, ‘দল আসলে কন্ডিশনের উপর নির্ভর করছে। উইকেট যদি ওইরকম হয় তিনটা পেসার নেওয়ার তাহলে তিন পেসার নিয়ে খেলব। আবার স্পিনার হলে স্পিনারদের। আসলে কন্ডিশনের উপর নির্ভর করবে পেস অ্যাটাক হবে নাকি স্পিন অ্যাটাক হবে।’


ঢাকা টেস্টে সাকিবকে পাওয়া যাচ্ছে না। সাকিরে পরিবর্তে খেলাতে হবে দুজনকে। যতটুকু জানা গেছে, ওপেনিংয়ে তামিমের সঙ্গী হয়ে নামবেন সৌম্য সরকার। ছয়ে সাকিবের জায়গায় খেলবেন মোহাম্মদ মিথুন। সাকিবকে ছাড়া নামলেও ভালো করতে আত্মবিশ্বাসী মুমিনুল। তার ভাষ্য, ‘সাকিব ভাই যেহেতু নেই এজন্য দুইজন খেলোয়াড়কে নিতে হচ্ছে। দুই জায়গায় হয়তো দুজন খেলোয়াড় খেলবে।’

ads

Our Facebook Page